আজই প্রকাশিত হবে উপনির্বাচনের ফলাফল। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বাংলার ৩ কেন্দ্রের ভোট গণনা। আর পোস্টাল ব্যালট গণনার শুরু থেকেই ভবানীপুরে এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, মুর্শিদাবাদের দুই কেন্দ্রে চলছে পোস্টাল ব্যালট গণনা। জঙ্গিপুর ও সামসেরগঞ্জ, এই দুই কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল।
ইতিমধ্যে প্রাপ্ত খবর অনুযায়, ভবানীপুরে তৃতীয় রাউন্ডের গণনা শেষ ৬১৪৬ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৯৯৭৪, বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৮২৮ ভোট, সিপিএম প্রার্থী পেয়েছেন ২৫০ ভোট। ৬১৪৬ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্যপ্রাপ্ত খবর অনুযায়ী, পঞ্চম রাউন্ডের শেষে সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ৩৭৬৮ ভোটে এগিয়ে। জঙ্গিপুরে দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে ৪৬৫১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন।