দক্ষিণবঙ্গে শনি ও রবিবার অর্থাৎ চতুর্থী এবং পঞ্চমীতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা বাড়বে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দুর্গাপুজো আসতে আর এক সপ্তাহও বাকি নেই। আগামী বুধবারই মহালয়া।
কিন্তু ক্যালেন্ডারের পাতা অনুযায়ী এখনও রাজ্য থেকে বিদায় নেয়নি মৌসুমি বায়ু। ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। শনিবার আবহাওয়া দফতর অন্তত জানিয়েছে, পুজোয় বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে কবে বৃষ্টি হবে, আর কবে নয়, তা এখনও স্পষ্ট নয়।
সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টি বিহারে। বাড়বে নদীর জল স্তর। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায়। পশ্চিমী ও উত্তর পশ্চিম বাতাসের দাপট শুরু হয়েছে। উত্তর-পশ্চিম ভারতে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত।
যার জেরে আগামী কয়েকদিন জলীয়বাষ্প কমবে, বৃষ্টির সম্ভাবনাও কমবে। ধীরে ধীরে শুরু হবে শুষ্ক আবহাওয়া। সেক্ষেত্রে ৬ অক্টোবর বুধবার থেকে উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।
কলকাতাতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেয় সাধারণ ১২ অক্টোবর। সেইদিনই মহালয়া। উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়া শুরু করল বেশ দেরিতে।
সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই বিদায় পর্ব শুরু হয়। তা পিছিয়ে এ বছর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ। আবহবিদরা মনে করছেন এ বার পুজোয় মৌসুমী বায়ু বা বর্ষা থাকার সম্ভাবনা প্রবল।
এ দিকে ঘূর্ণিঝড় শাহিন উত্তর আরব সাগরের মধ্যভাগে অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পাকিস্তানের মাকরান উপকূলে আঘাত হেনে এটি আবার ঘুরে যাবে ওমানের দিকে। ভারতীয় উপকূল থেকে এটি দূরে থাকায় শাহিনের সরাসরি প্রভাব পড়বে না ভারতে।
দক্ষিণ-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে রয়েছে নিম্নচাপ। তার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত।
এই সিস্টেমগুলি প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং মালদহে।
রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদহে। সোমবারও আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে শনি ও রবিবার অর্থাৎ চতুর্থী এবং পঞ্চমীতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা বাড়বে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ১ ডিগ্রি ওপরে। জলীয় বাষ্পের পরিমাণ ৫৭-৯৭ শতাংশ।
আগামী কয়েকদিন বৃষ্টি হবে বিহার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অসম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে তামিলনাডু, কেরল, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটকে।
মৎস্যজীবীদের জন্য পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে কোনও সতর্কবার্তা নেই। গুজরাট উপকূলে আরব সাগরে সতর্কবার্তা রয়েছে আগামী ৬ ঘন্টার জন্য। পাকিস্তান ও গাল্ফ অফ ওমানে আরব সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।