দেশে পুরোদমে করোনার তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষামাত্র। এরই মধ্যে সামান্য স্বস্তি দিয়ে দেশে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবারের তুলনায় দৈনিক সংক্রমণ ৮.৮ শতাংশ কমেছে। আবার ১৯৭ দিনের মধ্যে সর্বনিম্ন হয়েছে অ্যাকটিভ কেসও।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৫৪ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৭ লক্ষ ৯১ হাজার ৬১। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ২৩৪ জনের। আর এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৪৮ হাজার ৫৭৩ জন।
আবার, পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩০ লক্ষ ৬৮ হাজার ৫৯৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫ হাজার ৪৫৫ জন। এদিকে, এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৮৮৯। প্রায় ২০০ দিন পর দেশের অ্যাকটিভ করোনা কেস এতটা কমল।