পুজোর মুখে ভাসছে বাংলার একাধিক জেলা। আর তাই পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করে শনিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশপথে বাঁকুড়া, হুগলি, হাওড়া, বর্ধমান, ঝাড়গ্রামের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন তিনি। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।
সূত্রের খবর, এদিন দামোদরের তীরবর্তী সোনানুখী, বড়জোড়া, পাত্রসায়র ও ইন্দাস এই চার ব্লকের গ্রামগুলি পরিদর্শন করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই জেলাশাসকের সঙ্গে বৈঠক ছিল তাঁর। কী ভাবে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় তা নিয়েই ছিল বৈঠক। তবে শেষ মুহূর্তে বদলে গিয়েছে সফর। জানা যাচ্ছে, মমতা এদিন প্রথমে আরামবাগে হেলিপ্যাড গ্রাউন্ডে নামতে পারেন। এদিকে, বাঁকুড়ার ওই চারটি ব্লক পরিদর্শনে আসতে পারেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে দুর্গাপুর, আসানসোল, ঘাটাল, পূর্ব বর্ধমান, বাঁকুড়া সহ একাধিক এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যা পরিস্থিতির জন্য অপরিকল্পিতভাবে জল ছাড়ার সিদ্ধান্তকে দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটি ম্যান মেড বন্যা।’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা ম্যান মেড বন্যা। খুবই অন্যায় করেছে এভাবে জল ছেড়ে। এই প্লাবন বৃষ্টির জন্য হয়নি।’ না জানিয়ে ব্যারাজ থেকে জল ছাড়া পাপ বলেও জানান তিনি। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘ অনেকবার বলেছি এভাবে জল ছাড়বে না। না জানিয়ে রাত ৩ টে নাগাদ জল ছেড়ে দিলে ঘুমন্ত মানুষ এমনিতেই ভেসে যাবে।ঝাড়খণ্ডের বোঝা কেন বাংলা নেবে?’ সামনেই পুজো। রাজ্যে পুজোর আমেজে বাঙালি। কিন্তু, তার আগে রাজ্যের বন্যা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। পুজোর মুখে সংকটে বহু মানুষ। দুর্গতদের পাশে থাকছে রাজ্য। ফলে প্লাবিত অঞ্চল সরেজমিনে খতিয়ে দেখতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়।