মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই দাবি করে থাকেন, ‘এগিয়ে বাংলা’। এই দাবি যে আদৌ ভ্রান্ত নয়, একাধিকবার মিলেছে তার প্রমাণ। তাঁর আমলে বিভিন্ন ক্ষেত্রে গোটা দেশের কাছে রোল মডেল হয়ে উঠেছে বাংলা। যেমন মমতা সরকার জল স্বপ্ন প্রকল্পের ফলে শুধু সেপ্টেম্বরেই রাজ্যের ২ লাখ ৩৭ হাজারের বেশি গ্রামীণ বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের পাইপলাইন পৌঁছে গিয়েছে। যা সারা দেশেই নজির। কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের রিপোর্ট বলছে, সারা দেশে কোনও রাজ্যই এক মাসে ২ লাখ গ্রামীণ বাড়িতে পানীয় জলের পাইপলাইন পৌঁছতে পারেনি। বিজেপি-শাসিত তথাকথিত ‘মডেল রাজ্য’ গুজরাত মাত্র ৯৬ হাজার বাড়িতে জলের পাইপলাইনের সংযোগ দিয়েছে। উত্তরপ্রদেশ, বিহারের মতো এনডিএ শাসিত রাজ্যগুলি ঢের পিছিয়ে।
প্রসঙ্গত, ভূগর্ভস্থ জলস্তর সুরক্ষায় গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলস্বপ্ন কর্মসূচি গ্রহণ করেছেন। লক্ষ্য, ২০২৪ সালের মধ্যে রাজ্যের ১ কোটি ৭৭ লাখ গ্রামীণ বাড়িতে পাইপে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। চলতি আর্থিক বছরে এক কোটি বাড়িতে পানীয় জলের লাইন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে।
রাজ্যের জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী পুলক রায় বলেন, ‘এখনও পর্যন্ত ২৩ লাখ ৭৩ হাজার বাড়িতে পাইপে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। একগুচ্ছ প্রকল্প রূপায়ণের কাজ চলছে। যা রূপায়িত হলে চলতি আর্থিক বছরের লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব হবে।’