একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যের সংগঠন বিস্তার এবং নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা। সেই লক্ষ্যেই এবার তৃণমূলের পাখির চোখ মেঘালয়। সূত্রের খবর, তৃণমূলে যোগ দিতে পারেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মুকুল সাংমা।শুধু তিনি একা নন, যোগ দিতে পারে আরও একাধিক বিধায়ক।
জানা গিয়েছে, গত সপ্তাহে মঙ্গলবার রাতে কলকাতায় সাংমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রস্থ বৈঠক হয়েছে। এরপরই জল্পনা তৈরি হয় সাংমার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে। কিন্তু দু’তরফের কেউই সেই বিষয়ে মুখ খোলেনি। মেঘালয় ফিরে গিয়ে সাংমা তৃণমূলের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা করেছেন বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, তৃনমূল নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত বৈঠকের পর তিনি কংগ্রেস ছাড়ার ঘোষণা করতে পারেন।
মুকুল সাংমা এখন মেঘালয়ের বিরোধী দল নেতা। সে রাজ্যে তিনিই কংগ্রেস পরিষদীয় দলের নেতা। মুকুল যদি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সে ক্ষেত্রে অন্তত ১৩ জন কংগ্রেস বিধায়ক দলত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছে। মুকুলকে ত্রিপুরার মঞ্চ থেকে যোগদান করানোর ভাবনা ছিল অভিষেকের। তবে সেখানে অভিষেকের সভা যাওয়া আপাতত স্থগিত হয়ে গিয়েছে। তাই যোগদান কোথায় হবে, তা ঠিক হয়নি। দুর্গাপুজোর পরে, কালীপুজোর আগে ত্রিপুরা যেতে পারেন অভিষেক।