বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার আকাশপথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, পুরুলিয়া, বাকুঁড়া, হাওড়া ও হুগলির বিভিন্ন এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখবেন পশ্চিম বর্ধমানের আসানসোলের বিভিন্ন বন্যা কবলিত এলাকাও।
এদিকে কাল আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শনের আগে ডিভিসিকে তোপ দাগলেন মমতা। জল ছাড়ার আগে রাজ্যকে জানানো হয়নি বলে সরাসরি অভিযোগ করেছেন তিনি। বলেন, ‘ঝাড়খন্ড, বিহারে বন্যা হলে আমাদের সামাল দিতে হচ্ছে।’ ডিভিসি, পাঞ্চেৎ, মাইথন তেনুঘাটে বাঁধ কর্তৃপক্ষ ড্রেজিং করেনি বলে অভিযোগ করেন মমতা। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি ‘ম্যান মেড’ বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।’
টানা বৃষ্টিতে জেলায় জেলায় বাড়ছে জলযন্ত্রণা। এর মধ্যেই জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। জল বেড়েছে দামোদর, অজয় নদে। জল ঢুকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পান্ডবেশ্বর, অন্ডাল, ইলামবাজার, মেজিয়া ও পুরুলিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জলের তলায় রয়েছে খানাকুল, আরামবাগের বিস্তীর্ণ এলাকা। জল বেড়েছে শিলাবতী, দ্বারকেশ্বর, রুপনারায়নেও। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনাসহ বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন হয়ে রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।