‘নিজ-গড়ে’ ক্রমেই কি ক্ষমতা হারাচ্ছেন অধিকারীরা এ বার, কাঁথির ৩ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের পদ থেকে শুভেন্দু অধিকারী-ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডাকে অপসারিত করা হল।
শুক্রবার দুপুরে কাঁথির ৩ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ ও স্থায়ী কমিটির সদস্যকে সরিয়ে দেওয়া হয়। এদিন, কাঁথি মহকুমা শাসকের উপস্থিতিতে ২৪ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ১৯ জন সদস্যের উপস্থিতিতে অনাস্থা ভোটের মাধ্যমে চারজনকে অপসারিত করা হয়। শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডা ছাড়াও অপসারণের তালিকায় ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ নীলিমা দলুই।
স্থায়ী কমিটির অপসারিত দুই সদস্য হলেন রাজশেখর মণ্ডল ও চন্দ্রশেখর মণ্ডল। শুভেন্দু-ঘনিষ্ঠ কণিষ্কের হাতে ছিল পঞ্চায়েতের বন ও ভূমি দফতর। আগামী ২০২৩-এ তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনে তিনি নির্বাচিত হন। সেখানে প্রায় একবছর আগেই সরিয়ে দেওয়া হল কনিষ্ককে।
কাঁথি ৩ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা বিকাশ চন্দ্র বেজ বলেন, ‘দীর্ঘদিন ধরে দলে থেকে দল বিরোধী কাজ কর্ম করছিলেন। ফলে এই পঞ্চায়েত সমিতির কাজ ব্যাহত হচ্ছিল। আমরা সবাই খুশি। আগামী দিনে মিটিং করে নতুন দুই কর্মাধ্যক্ষ করা হবে’।