বাংলার মানুষের স্বার্থে সুফল বাংলা কৃষিজ বিপণীর পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পরিকল্পনার বাস্তবায়নে রাজ্যের পঞ্চায়েত এলাকার মধ্যে হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকায় প্রথম এমন কেন্দ্র চালু হল। প্রাথমিক পর্যায়ে দু’টি কেন্দ্র চালু করা হয়েছে। যার একটি জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ও অন্যটি বালির দুর্গাপুর অভয়নগর ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র ও ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।
এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীন সুফল বাংলা বিপণী প্রসঙ্গে কল্যাণবাবু জানান, “আমাদের মুখ্যমন্ত্রী সাম্যবাদী। প্রকৃত বামপন্থী। তাই ঝাঁ চকচকে শপিং মলে যে ভেজাল জিনিস মানুষ কেনেন, তার হাত থেকে বাঁচাতে ও মানুষকে সুস্বাস্থ্য উপহার দিতে তাঁর এই উদ্যোগ।” উল্লেখ্য, শপিং মলগুলি লাভের দিকে মন দেওয়ায় দাম আকাশছোঁয়া হয়। কিন্তু সুফল বাংলা লাভের উদ্দেশ্যে নয়। মানুষের কাছে খাঁটি জিনিস পৌঁছে দিতে, আর কৃষকদের হাতে ন্যায্য দাম তুলে দিতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।