বিজেপি শাসিত হরিয়ানায় চাঞ্চল্যকর কাণ্ড। সেখানে এক মৃত ব্যক্তি পেয়েছেন করোনার ভ্যাকসিন! গত ১৩ এপ্রিল করোনা প্রতিষেধকের প্রথম ডোজ পেয়েছিলেন হরিয়ানার বাহাদুরগড়ের সুমিত্রা দেবী। চলতি বছরের ৪ মে মৃত্যু হয় তাঁর। কিন্তু ২৭ আগস্ট সুমিত্রার দ্বিতীয় ডোজ প্রতিষেধক নেওয়ার মেসেজ পেয়েছেন পরিজন। মৃত্যুর পরে কী ভাবে ওই মহিলা প্রতিষেধক নিয়েছেন, তা নিয়ে প্রশ্নের মুখে বিজেপি শাসিত হরিয়ানা সরকার।
সুমিত্রার পরিজনই সম্প্রতি বিষয়টি সামনে এনেছেন। মধ্যপ্রদেশেও একই ধরনের ঘটনা সামনে এসেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁর টিকা নেওয়ার বিষয়টি নথিভুক্ত হয়। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর জন্মদিনে রেকর্ড সংখ্যক টিকাকরণ দেখাতেই মধ্যপ্রদেশের ওই মৃত ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছিল। বিহারে আবার টিকা নেওয়ার তিন-চার দিন পরে ঠিক প্রধানমন্ত্রীর জন্মদিনেই তা সরকারি ভাবে নথিভুক্ত করা হয়। যাতে টিকাকরণ বাড়ানো যায়।