এর আগে বরাবরই এই বিষয়টি নিয়ে তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল। উঠেছে নিন্দার ঝড়। প্রশ্ন উঠেছে, সিবিআইকে কি বারবার রাজনৈতিক প্রতিহিংসার কাজে লাগাচ্ছে মোদী সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতারা বারবার গেরুয়াশিবিরের বিরুদ্ধে এমনই অভিযোগ শানিয়েছেন। এবার কার্যত সেই অভিযোগের সত্যতা স্বীকার করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
প্রসঙ্গত, এদিন সল্টলেকের ইজেডসিসিতে বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভা ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল সিনহা বলেছেন, “ক্ষমতায় আসার পর তৃণমূল ভেবেছিল, যা ইচ্ছে তাই করবে। কিন্তু লড়াই করে মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি। কিছুই করতে পারছেন না মমতা।” আর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।