গতবারের নির্দেশই বহাল রাখল হাই কোর্ট। এবারও দুর্গাপুজোর মণ্ডপে দর্শকের প্রবেশে জারি থাকছে নিষেধাজ্ঞা। শুক্রবারই এমনই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
করোনার সংক্রমণে পুজো মণ্ডপগুলিতে যাতে কোনও ভাবেই স্বাস্থ্যবিধি অমান্য না করা হয়, সেই দাবিতেই আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, গত বারের মতো এবারও মণ্ডপে কেউ প্রবেশ করতে পারবেন না। রাজ্যও আদালতের সেই নির্দেশকে শিরোধার্য করেছে। দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজোর মণ্ডপগুলিতেও এই বিধি নিষেধ বলবৎ থাকবে।
গত বছর করোনা পরিস্থিতিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আয়োজন নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েন চলে। শেষমেশ দর্শকশূন্য মণ্ডপে পুজোর অনুমতি দেয় উচ্চ আদালত। এ নিয়ে নির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দেওয়া হয়। এ বছরও এই সংক্রান্ত মামলা দায়ের হওয়ার পর তাই উচ্চ আদালত রাজ্যের পরিকল্পনা জানতে চায়। সেইমতো শুক্রবার হলফানাম দিয়ে রাজ্য সরকার জানায় যে আদালতের বেঁধে দেওয়া গত বছরের গাইডলাইনই এবারও মেনে চলবে। তাতে সন্তোষপ্রকাশ করে ডিভিশন বেঞ্চ জানায়, এবারও তাহলে সেভাবেই পুজো হোক।
তবে শুধু দুর্গাপুজো নয়, কালীপুজোতেও একইরকম ভিড় নজরে আসে পুজো মণ্ডপগুলিতে। তাই আদালতের নির্দেশ, গত বছরের মতো এবারেও দুর্গা পুজো এবং কালী পুজোতেও মণ্ডপে কারও প্রবেশ চলবে না।