এবার চাহিদা অনুযায়ী জোগান বাড়াতে নতুন করে রঙের কারখানা খুলতে চায় জেএসডব্লু পেইন্টস। তার জন্য বড় অঙ্কের বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গে সেই কারখানা খোলার ইচ্ছাপ্রকাশ করল জিন্দাল গোষ্ঠী। উল্লেখ্য, এমন কারখানা চালুর জন্য তারা প্রাথমিকভাবে যে রাজ্যগুলিকে অগ্রাধিকারের তালিকায় রেখেছে, সেই তালিকাতেই আছে বাংলার নাম। তবে এই বিষয়ে স্থির সিদ্ধান্তে আসতে এখনও সময় নেবে তারা। সব দিক বিবেচনা করেই লগ্নী করবে জেএসডব্লু পেইন্টস।
এপ্রসঙ্গে, সংস্থার জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এ এস সুন্দরেশন জানান, “আমরা চলতি আর্থিক বছরের শেষ দিকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে নেব। তবে পশ্চিমবঙ্গের বাজারে আমরা পাকাপাকিভাবে থাকতে চাই। যে কারখানাটি গড়তে চলেছি, তা হবে আমাদের তৃতীয় রঙের কারখানা।” সব মিলিয়ে ৭৫০ কোটির লগ্নী হবে বলে জানিয়েছেন এই জিন্দাল কর্তা।