বৃহস্পতিবার সকালে ভবানীপুরে ভোট শুরু হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগ আনছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কখনও তৃণমূলের বিরুদ্ধে, কখনও পুলিশের বিরুদ্ধে। দোকানপাট খোলা থাকায় পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তিনি। এভাবে চলতে থাকায় ভোটাররা বিরক্ত। এমনই অভিযোগ করল তৃণমূল। এই নিয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা।
উপনির্বাচনের শুরু থেকেই উত্তপ্ত ভবানীপুর। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের অভিযোগ, ১২৬ নং বুথে ইভিএম কারচুপি হয়েছে। বুথ জ্যামেরও অভিযোগ তুলেছেন বিজেপিনেত্রী। এনিয়ে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানায় বিজেপি। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে কমিশন। মক পোলিংয়ের জন্যই ওই বুথে ভোটগ্রহণ শুরু হতে দেরি হয়েছে বলে পাল্টা জানিয়ে দেয় কমিশন। ইভিএম-এ কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে, ভবানীপুরে গুরুদ্বারের সামনের একটি ধাবায় জমায়েত দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রিয়াঙ্কা। ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে বলে দাবি বিজেপি প্রার্থীর। পুলিশকেও এব্যাপারে অভিযোগ করেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এরপর পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী।
সকাল থেকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের একের পর এক অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন ফিরহাদ হাকিম বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে এদিন ফিরহাদ বলেন, ‘সকাল থেকে অভিযোগ করে করে নির্বাচন কমিশনকে পাগল করে দিচ্ছেন। ভবানীপুরে উনি হারবেন। হারের অজুহাত খুঁজছেন। নাচতে না জানলে উঠোন বাঁকা। লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ আনছে বিজেপি।