ভবানীপুরে শুরু ভোটের লড়াই। তবে উপনির্বাচনের ফল নিয়ে যে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই চিন্তিত নন, সেই ইঙ্গিতই মিলল ঠিক তার আগের রাতে। ইন্দ্রনীল সেনের বাড়িতে গানের আসরে অতিথি হয়ে হাজির হলেন মমতা।
বুধবার সন্ধেয় প্রায় এক ঘণ্টার উপর সঙ্গীত শিল্পী তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সংগীত শিল্পী নচিকেতাও। একেবারে ঘরোয়া পরিবেশেই সেখানে গানের আসর বসেছিল। যা দারুণভাবে উপভোগ করেন তিনি বলেই খবর। নিজের ‘চেনা মাটি’তে লড়াইয়ে যে তাঁর পাল্লাই ভারী, তেমনটাই যেন ধরা পড়ল তৃণমূল নেত্রীর বডি ল্যাঙ্গুয়েজে।
কিন্তু ভোটের ঠিক আগের রাতেই মমতা হঠাৎ ইন্দ্রনীলের বাড়িতে কেন? মনে করা হচ্ছে, পুজোর গান লেখা কিংবা সুর বাঁধার জন্যই বসেছিল এই আসর। প্রতিবারই পুজোর আগে গান লেখেন, সুর দেন তিনি। অতীতে পুজোর মরশুমে তাঁর গলায় ‘জাগো দুর্গা’ গানটিও শোনা গিয়েছিল। এবার একেবারে উপনির্বাচনের আগের রাতেই গানের আসরে হাজির তিনি।
নির্বাচনের কয়েক ঘণ্টা আগে ভোটারদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল নেত্রী। বলেন, ‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন। প্ররোচনা ছড়াবেন না, প্ররোচনায় জড়াবেন না’। গণতন্ত্রের উৎসবের প্রাক্কালে তিনিও যে খোসমেজাজেই রয়েছেন, তা বেশ স্পষ্ট। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টেয় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।