ভবানীপুরে উপনির্বাচনের পাশাপাশি মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে চলছে ভোটগ্রহণ। মোটের উপর বেশ শান্তিপূর্ণভাবে চলছে ভোটাভুটি। তবে ভোটের আগের রাত থেকে উত্তপ্ত সামসেরগঞ্জের ঘনশ্যামপুর। তৃণমূল কর্মীর বাড়িতে বোমা, পিস্তল হাতে হামলার অভিযোগ। কাঠগড়ায় কংগ্রেস। যদিও তৃণমূল কর্মীর অভিযোগ অস্বীকার করেছে হাত শিবির।
ঠিক কী ঘটেছিল? তৃণমূল কর্মীর দাবি ঘটনা বুধবার মধ্যরাতের। ওইদিন রাত আড়াইটে নাগাদ ঘনশ্যামপুরে এক তৃণমূল বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী চড়াও হয়। অভিযোগ, বাড়ি ভাঙচুরও করে তারা। আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালায় ওই দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীর বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি করা হয় বলেও অভিযোগ।
তৃণমূল হামলার ঘটনায় সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমানকে কাঠগড়ায় তুলেছে। শাসক শিবিরের দাবি, জইদুর রহমানের মদতেই ওই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে সামসেরগঞ্জ থানায় এফআইআর করেছেন তৃণমূল কর্মী। এই ঘটনায় মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে আটক করল সামশেরগঞ্জ থানার পুলিশ।