শেষ মুহূর্তে বাজিমাত। ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৫ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল। তাতেই এ মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভিয়ারিয়ালের বিরুদ্ধে ২-১ গোলে জিতল রেড ডেভিলসরা। অন্য ম্যাচে জুভেন্টাসের বিরুদ্ধে হেরে গিয়েছে চেলসি। বেনফিকার বিরুদ্ধে হারল বার্সেলোনা। পোর্তোকে ৫-১ গোলে হারাল লিভারপুল। ডায়নামো কিয়েভ ৫-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।
এদিন ম্যাঞ্চেস্টারের ম্যাচে প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি তারা। অ্যালেক্স টেলেসের গোলে সমতা ফেরায় ম্যাঞ্চেস্টার। যখন অনেকেই ধরে নিয়েছেন, প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ড্র করতে চলেছে ম্যান ইউ, সেই সময় ত্রাতা হয়ে দাঁড়ালেন সিআরসেভেন। ৯৫ মিনিটের মাথায় লিংগার্ডের পাস থেকে গোল করেন রোনাল্ডো। তাতেই জয় পেল ম্যাঞ্চেস্টার। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে তারা।
অন্যদিকে, বেনফিকার বিরুদ্ধে ০-৩ গোলে হেরে গেল বার্সা। লাল কার্ড দেখলেন গার্সিয়া। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে এখনও কোনও পয়েন্ট পায়নি বার্সেলোনা। গ্রুপে সবার শেষে রয়েছে তারা। বার্সেলোনার কোচ রোনাল্ড কোয়েমান বলেন, “এই বার্সেলোনার সঙ্গে পুরনো দলের তুলনা করা যাবে না। এটা জলের মতো স্পষ্ট। আমি আমার কথা বলতে পারি। ফুটবলাররা আমার সঙ্গে আছে। বেনফিকা বেশ শক্তিশালী দল। তবে আমাদের রক্ষণ আরও ভাল করতে হবে।” গত বারের চ্যাম্পিয়ন চেলসি হেরে গেল জুভেন্টাসের কাছে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ১০ সেকেন্ডের মাথায় গোল করেন ফেডেরিকো চিয়েসা। ওই গোলেই হেরে যায় চেলসি। দলের কোচ তুচেল বলেন, “দল খুব ক্লান্ত মনে হল। মানসিক ভাবেও ধীর গতিতে চলছিলাম আমরা। খুব অবাক লাগল আমার। এই পর্যায়ের ফুটবলে এমন সহজ গোল হজম করা মেনে নেওয়া যায় না।”