বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের তোলা বুথ জ্যামের অভিযোগ উড়িয়ে দিল কমিশন। অন্যদিকে মদন মিত্রের পাড়ায় শাসকদলের কর্মীদের বিরুদ্ধেও কেন্দ্রীয় বাহিনীকে নালিশ জানান প্রিয়াঙ্কা। পাল্টা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘হেরে যাওয়ার ভয়ে এসব বাহানা তৈরি করা।’
ভবানীপুরের ৭২ নম্বর ওয়ার্ড যা তৃণমূলের বিধায়ক মদন মিত্রের এলাকা হিসাবেই পরিচিত, বৃহস্পতিবার সকালে সেখানে ইভিএম বন্ধ রাখার অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এরই পাল্টা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘মদন মিত্রের এলাকা বলে কোনও এলাকা আছে? সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা। বুথ জ্যাম কেন হবে? মদন মিত্রের এলাকা কামারহাটি। সেখানে তো আর ভোট হচ্ছে না। এগুলো অকারণে অশান্তি তৈরির চেষ্টা করছে। ভবানীপুরে কোনও জায়গায় কোনও সমস্যা নেই। মাইক্রো অবজারভার রয়েছে, সিসিটিভি রয়েছে, পরিচয়পত্র দেখিয়ে যাচ্ছে মানুষ। অকারণে এসব করছে। হেরে যাওয়ার আগে বাহানা তৈরি করা। নাচতে না জানলে উঠোন বাঁকা’।
একই সঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘মানুষের ভোটদানে উৎসাহ রয়েছে। সকাল থেকেই লাইনে মানুষের ভালই ভিড় দেখা যাচ্ছে। আবহাওয়া ভাল হয়ে গিয়েছে। আশা করছি মানুষ নির্বিঘ্নেই ভোট দেবেন। যদি না বিজেপি উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। যদিও ওদের তো অরগানাইজেশন নেই, পোলিং এজেন্ট দিয়ে ঝামেলা করার চেষ্টা করবে। আজ তো বাইরের লোক ঢুকতে পারবে না ভবানীপুরে। বহিরাগত এসেছে বলে ব্যাতিব্যস্ত করার চেষ্টা করবে কমিশনকে। মাইক্রো অবজারভার আসবে, দিল্লি থেকে ফোন আসবে। এই সব করবে সারাদিন’।