ভবানীপুর উপনির্বাচন নিয়ে যে অভিযোগগুলি জমা পড়েছে, তার সবক’টিই খারিজ করে দিল নির্বাচন কমিশন৷ ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার যে অভিযোগ দায়ের করা হয়েছিল, তাও খারিজ করে দিয়েছে কমিশন৷
ভবানীপুর কেন্দ্রে ২৩টি অভিযোগ জমা পড়ে । এই ২৩টি অভিযোগই খারিজ করে দিয়েছেন উপ নির্বাচনী আধিকারিক দক্ষিণ অবনীন্দ্র সিং। তিনি জানিয়েছেন, সব অভিযোগই ভিত্তিহীন৷
সকাল থেকে সামশেরগঞ্জ, জঙ্গিপুর ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ৪১টি অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়ে৷ এর মধ্যে ২৩টি অভিযোগই ছিল হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরকে কেন্দ্র করে। তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আনা বিজেপির সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ডিইও দক্ষিণ অবনীন্দ্র সিং।
ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ এনেছিল বিজেপি ৷ তাঁদের নজরবন্দী করারও দাবি জানিয়েছিল৷ তবে বিজেপির সেই অভিযোগও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। সূত্র মারফত জানা গিয়েছে যে, এ হেন কোনও ঘটনা কমিশনের নজরে আসেনি বলে জানানো হয়েছে।