ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত । ওই কেন্দ্রে ভোট চলাকালীনই এমন দাবি করলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটির সদস্য ও রাজ্য বিজেপির সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে জয় বলেন, ‘ওই কেন্দ্রে আজকে নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে ৩৫ শতাংশ ভোট হয়েছে। নির্ধারিত সময় অতিক্রম হলে দেখা যাবে তা প্রায় ৬৫ শতাংশের উপরে চলে যাবে। আমি বিজেপির কর্মী হয়েও দাবি করছি, এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন।
হঠাত এমন দাবি কেন জয়ের? নিজেই তার উত্তরও দিয়েছেন। তাঁর কথায়, ‘কারণ যে ভুল গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি করেছিল । সেই একই ভুল এবারের উপনির্বাচনেও তারা করছে৷ তাই বিজেপি প্রার্থীর জেতার কোনও সুযোগ নেই ভবানীপুরে’।
জয় বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, তিনি বাংলার মাটি ও মানুষকে খুব ভালো চেনেন। তার দীর্ঘ অভিনয় জীবনে তিনি বাংলার সমস্ত প্রান্তে ঘুরেছেন। যাত্রা করেছেন। তার সঙ্গে বাংলার মানুষের পছন্দ অপছন্দ বোঝার ক্ষমতা তার অনেক বেশি। এদিনের ভোটদানের হার দেখার পর তাঁর দাবি, ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতবেন।