প্রস্তুতি ছিলই। সেই মতো বুধবার সদলবলে তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরিও। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যোগদানের ফলে বাংলার বাইরে যে তৃণমূলের গুরুত্ব বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।
প্রথমে এদিন বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করেন ফালেইরিও। তারপর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অভিষেকের হাত ধরে যোগ দেন তৃণমূলে। লুইজিনহো তৃণমূলে শামিল হওয়ার পরই পরপর তিনটি টুইট করে তাঁকে দলে স্বাগত জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাত বারের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগদান গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী।
লুইজিনহো-সহ মোট ১০ জন এ দিন তৃণমূলে যোগদান করেন। আগামিকালও বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করতে পারেন বলে খবর। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সৌগত বসু প্রমুখ। এই যোগদানকে তৃণমূলের মাইলস্টোন বলে অভিহিত করেন তাঁরা।
ইতিমধ্যেই গোয়া জুড়ে হোর্ডিংয়ে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। রাস্তায় ছেয়ে গেছে তৃণমূলের পতাকা। গোয়ানিজ ভাষায় লেখা হয়েছে স্লোগান। পানাজির গোয়া এয়ারপোর্ট এলাকাতে দেখা গেল রাস্তার ডিভাইডারে জোড়াফুল পতাকার সমাহার গোয়াতে ঘাসফুলের লোগো এবং স্লোগান আগেই প্রকাশিত। গোয়া তৃণমূলের জন্য আলাদা টুইটার হ্যান্ডেলও ইতিমধ্যেই খোলা হয়েছে। এবার তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর ফলে একদিকে যেমন বাংলার বাইরে গুরুত্ব বাড়ল তেমনই গোয়াতে দলের সংগঠন মজবুত করতে আরও একধাপ এগোল তৃণমূল।