কথায় আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে। আর এর প্রকৃষ্ট উদাহরণ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষ হাতে রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি চুটিয়ে শিল্প ও সাহিত্য চর্চাও করেন তিনি। মমতা যে ভালও ছবিও আঁকেন, সে কথা কারও অজানা নয়। এবার জানা গেল, পুজোর সময়ে পুলিশের পক্ষ থেকে যত কার্ড, লিফলেট, প্রচারপত্র তৈরি হবে তাতে থাকবে মুখ্যমন্ত্রীর আঁকা দুর্গার ছবি। ইতিমধ্যেই সমস্ত পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের মমতার আঁকা ছবিটি ই-মেল মারফত পাঠিয়ে দিয়েছে নবান্ন।
প্রসঙ্গত, পুজোর সময়ে পুলিশের কার্ডে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নতুন কোনও ব্যাপার না। প্রতিবছরই তা থাকে। তবে প্রতিবারই মা দুর্গাকে পৃথক পৃথক আঙ্গিকে তুলে ধরেন মমতা। বদলে যায় ব্যাকগ্রাউন্ড, সাজ। ছবিটি সাদা কালো হলেও তাতে রয়েছে অন্তর্নিহিত শিল্প ভাবনার ছাপ। দুর্গার ১০টি হাতের একটিও দেখা যাচ্ছে না। নেই কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীও। এক চালা ব্যাকগ্রাউন্ডে রয়েছে ডাকের সাজের কলকা। ঘাসের ওপর দাঁড়ানো মা দুর্গা। ছড়িয়ে রয়েছে শিউলি ফুল। শুধু তাই নয়। এবারও আলাদা করে ডাকের সাজের ওপর জোর দেওয়া হয়েছে।