ফণী হোক বা হালের আমফান-ইয়াস— তাঁর আমলে যতবারই বাংলায় দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে, ঝাঁপিয়ে পড়েছেন তিনি। এবার যখন নিম্নচাপের বৃষ্টিতে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ। মঙ্গলবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে কলকাতাতে। তখন বিপর্যয় মোকাবিলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করার পাশাপাশি নবান্ন থেকে নিজে পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এ বছর বর্ষায় প্রচুর বৃষ্টি হয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। ইয়াস ঘূর্ণিঝড় থেকে শুরু করে নানা সময়ে নানা নিম্নচাপের ভ্রূকুটি, রাজ্যে দুর্যোগের ঘনঘটা লেগেই রয়েছে। বিপর্যয়ের বলি হয়েছেন অনেকে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসবে বাংলা, জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। এই পরিস্থিতিতে রাজ্যে দুর্যোগ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই নবান্নের কন্ট্রোলরুমে রয়েছেন তিনি। জেলার সঙ্গে যোগাযোগ রাখছেন প্রতিনিয়ত, পরিস্থিতির তদারকি করছেন নিজে দাঁড়িয়ে থেকে। সূত্রের খবর, বুধবার সকাল ১১টা ২২ মিনিট নাগাদ নবান্নে ঢোকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই দফায় দফায় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি।