বিষ্ণুপুর পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আরও এক ছায়াসঙ্গী। রামশঙ্কর মোহান্তি ও দিলীপ গড়াইয়ের পর এবার উজ্জ্বল নন্দী। মঙ্গলবার রাতে উজ্জ্বলকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, শ্যামাপ্রসাদের হয়ে পুরসভার ঠিকাদারদের কাছ থেকে অনৈতিক ভাবে টাকা আদায় করতেন উজ্জ্বল। টাকা না দিলে ওই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করারও হুমকি দিতেন।
আদালত সূত্র অনুযায়ী, এক ঠিকাদারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে উজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ। বিষ্ণুপুর আদালতের সরকারি আইনজীবী বলেন, “আসানসোলের বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহকারী ও ঠিকাদার প্রসেনজিৎ জানা সম্প্রতি বিষ্ণুপুর থানায় একটি অভিযোগ করেন। তিনি জানান, ২০১৫ সাল থেকে তাঁর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতা। এর পর বিষ্ণুপুর শহরে ৪৩ টি উচ্চ বাতিস্তম্ভ বসানোর জন্য মোট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার কাজের বরাত দেয় বিষ্ণুপুর পুরসভা। সেই কাজের বরাত পেতে ঠিকাদারের কাছ থেকে অনৈতিক ভাবে টাকা আদায় করেন উজ্জ্বল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়।” বুধবার উজ্জ্বলকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাঁকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।