ভবানীপুর উপ নির্বাচনের প্রচারের শেষ দিন তুলকালাম কাণ্ড। যদুবাবুর বাজারে সোমবার প্রচারে গেলে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। অশান্তির জেরে মাথা ফাটে এক বিজেপি সমর্থকের। বিক্ষোভকারীদের মধ্যে থেকে দিলীপ ঘোষকে বের করে আনতে পিস্তল তাক করতেও দেখা যায় তাঁর নিরাপত্তা রক্ষীদের।
ওই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে রাজ্য রাজনীতিতে। ভবানীপুরে ১৪৪ ধারা জারি করে ভোট করানোর দাবি তোলে রাজ্য বিজেপি। নির্বাচন কমিশনে গিয়ে ওই দাবি করে আসেন বিজেপির প্রতিনিধি দল। এরই মধ্যে ভবানীপুরে রাতে দুই তৃণমূল কর্মীর উপর হামলা চলে বলে অভিযোগ।
সত্যদীপ মল্লিক নামে এক যুবক অভিযোগ করেন, রাতে বাড়ির সামনেই এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময়ই কালো গাড়িতে করে কয়েকজন এসে তাঁদের মারধর করে বলে অভিযোগ। তাঁদের জিগ্গেস করা হয়, তাঁরা তৃণমূল করে কিনা! উত্তর দেওয়ার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই দুই যুবকের অভিযোগ, আক্রমণকারীদের প্রত্যেকের গলায় গেরুয়া উত্তরীয় ছিল। তবে, ওই আক্রমণকারীদের তাঁরা চেনেন না বলে জানিয়েছেন ওই যুবকরা।
এরপরই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। অভিযোগ জানিয়ে ফিরে আসার পথে আবার তাঁরা ওই কালো গাড়িটিকে ফের দেখতে পান। তখন বাইক নিয়ে তাঁরা গাড়িটির পিছু নেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাড়িটি বালিগঞ্জ ফাঁড়ির দিকে পালিয়ে যায়।