পাঞ্জাবে ফের বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। প্রদেশ সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নভোজ্যত সিং সিধু। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে চিঠি লিখে পদত্যাগ করেন তিনি। ওই চিঠিতে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সিধু।
প্রসঙ্গত কয়েকদিন আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সিধু শিবিরের সঙ্গে সংঘাতের জেরেই তিনি ইস্তফা দেন৷ এর পর সিধু ঘনিষ্ঠ চরণজিৎ সিং চান্নিকে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেয় কংগ্রেস নেতৃত্ব৷ কিন্তু মন্ত্রিসভার সম্প্রসারণকে কেন্দ্র করে কংগ্রেস নেতৃত্ব এবং নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গেও মতবিরোধ তৈরি হয় সিধুর৷ দল চালানো নিয়েও বনিবনা হচ্ছিল না বলে খবর। আর তার জেরেই এই পদত্যাগ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে সিধু দাবি করেছেন, পাঞ্জাবের ভবিষ্যৎ এবং উন্নয়নের সঙ্গে তিনি কোনও আপোস করতে রাজি নন৷ সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন৷ সিধুর পদত্যাগে পাঞ্জাব কংগ্রেসের সমস্যা আরও জটিল হল৷ তবে সোনিয়া গান্ধিকে লেখা চিঠিতে সিধু জানিয়েছেন, তিনি কংগ্রেসেই থাকবেন৷