এখনই জরুরি অনুমোদন নয়। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-র কাছে বড় ধাক্কা খেল ভারতের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন। হু-র তরফে ভারত বায়োটেকের কাছে কোভ্যাক্সিনের বিষয়ে আরও তথ্য চাওয়া হয়েছে। ফলে জরুরি ভিত্তিতে ব্যবহারের ক্ষেত্রে অনুমোদন পেতে এখনও আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে কোভ্যাক্সিনকে, সংবাদ সংস্থা সূত্রে এই দাবি করা হয়েছে।
চলতি মাসেই ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা আশা করছে শীঘ্রই হু-র অনুমোদন পাবে তারা। এই অনুমোদন পেতে জুলাই মাসেই সমস্ত প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছিল হু-র কাছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিল আরও তথ্য দিতে হবে ভারত বায়োটেককে। যদিও কী কী বিষয়ে আরও তথ্য চাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের ভিত্তিতে ভারতে অনুমোদন প্রাপ্ত হলেও এখন পর্যন্ত হু এই ভ্যাকসিনকে অনুমোদন না দেওয়ায় যে ভারতীয়রা এই ভ্যাকসিন নিচ্ছেন বা নিয়েছেন তাঁরা বিদেশ যেতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। তবে এরই মধ্যে ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সীদের জন্যও কোভাক্সিন বানানোর প্রস্তুতি নিচ্ছিল। ইতিমধ্যেই সেকেণ্ড পর্যায়ের ট্রায়ালও শেষ করেছে তারা। কিন্তু হু-র অনুমোদন না মেলায় বড় ধাক্কা খেল সংস্থা।