দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আগামী ক’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেকথা মাথায় রেখে ভবানীপুরের ভোটে সবরকম আপৎকালীন ব্যবস্থা প্রস্তুত রেখেছে নির্বাচন কমিশন। মঙ্গলবারের বৃষ্টির অবস্থা দেখে প্রয়োজনে বুথ সরানো হতে পারে। কলকাতা পুরসভা, সেচদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সতর্ক করে দিয়েছে কমিশন। যদি জল জমে যায়, তাহলে জল বের করে দেওয়ার জন্য অতিরিক্ত মোটর পাম্প রাখা হয়েছে। জল জমার জন্য ভোটে কোনও অসুবিধা না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে কমিশন। বুথের সামনে ভোটারদের দাঁড়ানোর যদি শেড না থাকে, তাহলে প্যান্ডেল করে দিতে বলা হয়েছে। সবমিলিয়ে ভোটের প্রস্তুতি চলছে জোরকদমে।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার শেষ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভবানীপুরের ২৮৬টি বুথে ভোটগ্রহণ হবে। জঙ্গিপুরে ৩৬৩টি আর সামশেরগঞ্জে ৩২৯টি বুথে ভোট নেওয়া হবে। ভোটের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে আগেই সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এই তিনটি বিধানসভা কেন্দ্রের জন্য ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। তার মধ্যে ভবানীপুরে ১৫, জঙ্গিপুরে ১৮ এবং সামশেরগঞ্জে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এই তিনটি বিধানসভা কেন্দ্রের জন্য দু’জন পুলিশ পর্যবেক্ষক, দু’জন সাধারণ পর্যবেক্ষক এবং দু’জন সাধারণ পর্যবেক্ষক রয়েছেন। এখন কমিশনের অন্যতম চিন্তার কারণ হল ঝড়বৃষ্টির পূর্বাভাস। তার উপরেই প্রতিনিয়ত নজর রাখছে কমিশনের কর্তারা।