আমেরিকা থেকে নয়া দিল্লির নয়া সাংসদ ভবন বা সেন্ট্রাল ভিস্তার কাজ পরিদর্শনে যান মোদী। যা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বিজেপি। তারা বলছে, পরিশ্রমী প্রধানমন্ত্রী। জেট ল্যাগের রেশ কাটার আগেই ফের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। তবে পাল্টা দিয়েছে বিরোধী শিবির। কটাক্ষ করে তারা বলছে, করোনা কালে একটিও হাসপাতালে না গিয়ে সেন্ট্রাল ভিস্তা পরিদর্শনে নাটক করছেন মোদী।
কংগ্রেসের প্রশ্ন, কেন করোনা কালে হাসপাতাল পরিদর্শনে যাননি প্রধানমন্ত্রী, কেন করোনায় মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেননি তিনি, কেন কৃষক স্বার্থ বিরোধী আইনের প্রতিবাদে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করার সময় পাননি মোদী?
রধানমন্ত্রীর এই উদ্যোগকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসও৷ সেই দলের লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ‘পুরোটাই প্রধানমন্ত্রীর নাটক, ওঁর তো হলিউডে সুযোগ পাওয়া উচিত, এত বড় অভিনেতা সারা বিশ্বে নেই!’
বিজেপিকে নিশানা করে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটে বলেন, ‘নিজস্ব ভাবভঙ্গি যুক্ত সর্বজ্ঞানীর নতুন অবতার৷ নজর ঘোরাতে ছবি তোলার জন্য সব কাজ করা হয়।’ কংগ্রেস নেতা জয়বীর শেরগিলের প্রশ্ন, ‘করোনা কালে প্রধানমন্ত্রীর এই সক্রিয়তা দেখা যায়নি কেন ? কেন উনি কোনও হাসপাতাল পরিদর্শনে যাননি, কেন কেন্দ্রীয় সরকার প্রণীত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ রত কৃষকদের সঙ্গে উনি কোনও কথা বলেননি?