সোমবার ভবানীপুরের শেষ বেলার প্রচারে অনুমতি ছাড়াই মিছিল করেছেন দিলীপ ঘোষ। এই অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশ।
সূত্রের খবর, মামলায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের পিস্তল বের করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়া জানান হয়েছে, পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করেছেন বিজেপি সাংসদ। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও পক্ষ অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ সুয়োমোটো মামলা দায়ের করল।
প্রসঙ্গত, সোমবার ভবানীপুরে প্রচারে গিয়ে মুখে ‘হামলা’র পড়েন দিলীপ ঘোষ। অভিযোগ, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে হেনস্থা করা হয়। তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। ধাক্কা দেওয়া হয় তাঁর নিরাপত্তারক্ষীদের। মেরে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে।
এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, হেরে যাওয়ার ভয়ে হামলা করছে বিজেপি। পাল্টা দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি বলেন, ‘বিজেপি কে? খায় না মাথায় দেয়! ভবানীপুরে হার নিশ্চিত জেনে এসব নাটক করছে বিজেপি। ওখানে ওরা পোলিং এজেন্টও দিতে পারবে না’।