পুজোর পর ফের ভোটের বাদ্যি বাজছে বাংলায়। মঙ্গলবার ৪ কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৩০ অক্টোবর শান্তিপুর, খড়দহ, গোসাবা ও দিনহাটা – এই চার আসনে উপনির্বাচন হতে চলেছে। ২ নভেম্বর ফলপ্রকাশ। শুধু বাংলাই নয়, বাংলার বাইরেরও যে সমস্ত রাজ্যে উপনির্বাচন বাকি রয়েছে, সেগুলিও এই ৩০ অক্টোবরই হবে।
ভোটের ফল ঘোষণার আগেই করোনা সংক্রমণে মারা যান উত্তর ২৪ পরগনার খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ। সেখানে জিতেছিল তৃণমূল। বিধায়ক পদে শপথ নেওয়ার পরে মারা যান দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। এ ছাড়া বিধানসভায় জিতেও সাংসদ পদে থেকে যাবেন বলে কোচবিহারের দিনহাটা ও নদিয়ার শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। সেই চার কেন্দ্রে ভোট হবে ৩০ অক্টোবর।
এদিন বাংলা ছাড়াও ১৪টি রাজ্যের ৩০টি আসনের উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশের একটি, অসমের পাঁচটি, বিহারের দুটি, হরিয়ানার একটি, হিমাচল প্রদেশের তিনটি, কর্নাটকের দুটি, মধ্যপ্রদেশের তিনটি, মহারাষ্ট্রের একটি, মেঘালয়ের তিনটি, মিজোরামের একটি, নাগাল্যান্ডের একটি, রাজস্থানের দুটি এবং তেলঙ্গানার একটি আসন। এছাড়াও রয়েছে তিন লোকসভা কেন্দ্রের উপ নির্বাচন। যেই তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশের একটি করে আশন এবং দাদরা ও নগর হাভেলির একটি আসন।
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর-সহ রাজ্যের আরও দুটি কেন্দ্রের ভোট। ৩ অক্টোবর ফলপ্রকাশ। তারপর পুজোর মরশুম। তা কাটতে না কাটতেই ফের নির্বাচনী আবহ রাজ্যে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সবকটি কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ায় খুশি রাজ্যের রাজনৈতিক মহল। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সব রাজনৈতিক দলই।