উপনির্বাচনের আবহেই ফের অতিসক্রিয় কেন্দ্রীয় এজেন্সি! আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। আর তার আগে এবার আইকোর চিটফান্ড মামলায় মদন মিত্রকে তলব করল সিবিআই। কামারহাটির তৃণমূল বিধায়ককে আজকেই হাজিরা দিতে বলা হয়েছে। তলব করা হয়েছে তাঁর ছেলে স্বরূপ মিত্রকেও। তাঁকে আগামিকাল হাজিরা দিতে বলা হয়েছে। যদিও মদন মিত্রের দাবি এমন কোনও নোটিস পাননি।
এখনও ইমেল চেক করে উঠতে পারেননি। তবে ইমেল পেলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কামারহাটির বিধায়ক। উল্লেখ্য, আইকোর চিটফান্ড কাণ্ডে এর আগে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রী মানস ভুঁইঞাকেও তলব করেছিল সিবিআই।