লাগাতার হারের পর অবশেষে এল জয়। মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৪ রানে হারিয়ে যেন স্বস্তি ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে আরসিবি। ফলে এই জয়ের পর আরসিবি-র প্লে-অফে যাওয়ার আশা এখনও বেঁচে আছে। রোহিত শর্মার দলকে হারানোর পরেই বিরাট কোহলিকে নকল করলেন এবি ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের খুনসুটি দেখে তখন সাজঘরে সবাই হেসে লুটোপুটি খাচ্ছে।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েল ৩৭ বলে ৫৬ রান করার পর ২৩ রানে ২ উইকেট নেন। রান তাড়া করতে গিয়ে মাত্র ১১১ রানে শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। যুজবেন্দ্র চাহাল ১১ রানে ৩ উইকেট নেওয়ার পর হর্ষল প্যাটেল ১৭ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি হ্যাটট্র্রিক করলেন। তাই দলের অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সতীর্থদের উপর সন্তুষ্ট কোহলি।
আরসিবি-র ট্যুইটারে দেওয়া সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। সেখানে খেলার শেষে সাজঘরে ফিরে কোহলিকে নকল করে ডিভিলিয়ার্স বলে ওঠেন, ‘স্টেই কাম গাইস। ইটস জাস্ট ওয়ান গেম।’ পুরোনো বন্ধু ডিভিলিয়ার্সের এমন মজা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দলের অধিনায়ক।