বাংলা-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে দেশে উর্ধ্বমুখী জ্বালানির দাম। একদিকে যেমন পেট্রোলের লাগামছাড়া দামে রক্ষা নেই, তার ওপর হু হু করে বেড়ে চলেছে ডিজেলের দামও। সোমবার যেমন ফের লিটার প্রতি ২৫ পয়সা বাড়ল ডিজেলের দাম। এদিন সকালেই ভারতীয় তেল কোম্পানিগুলি তাদের নতুন দামের সর্বশেষ হার প্রকাশ করেছে। তাতেই দেখা যাচ্ছে ফের বেশ কিছুটা বেড়ে গেল ডিজেলের দাম। তবে পেট্রোলের দামের কোন পরিবর্তন হয়নি। গত ৪ দিনে এই নিয়ে ৩ বার বাড়ল ডিজেলের দাম। এর ফলে পরিবহণ খরচও যে এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর তাতেই চিন্তায় নাভিশ্বাস ওঠার জোগাড় আম-আদমির।
প্রসঙ্গত, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী দিল্লীতে ডিজেলের দাম প্রতি লিটারে ২৫ পয়সা বেড়ে প্রতি লিটার ৮৯.৩২ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, বর্তমানে গোটা দেশে একাধিক রাজ্যে সেঞ্চুরি পার করে বসে রয়েছে পেট্রোল। রাজধানী দিল্লীতে সোমবার পেট্রোল প্রতি লিটার ১০১.১৯ টাকায় বিকোচ্ছে। অন্যদিকে দামের জ্বালায় ফুটছে আরও চার মেট্রো শহর। বর্তমানে চেন্নাইয়ে পেট্রোল বিকোচ্ছে ৯৮.৯৬ টাকায়। ডিজেল বিকোচ্চে ৯৩.৬৯ টাকায়।আবার মুম্বইতে পেট্রোল বিকোচ্ছে ১০৭.২৬ টাকায়। ডিজেল বিকোচ্ছে ৯৬.৯৪ টাকায়। কলকতায় বর্তমানে পেট্রোলের দাম রয়েছে ১০১.৬২ টাকা ও ডিজেলের দাম রয়েছে ৯২.৪২ টাকা।