ফের লজ্জা এনডিএ শাসিত বিহারে। এবার নীতিশ রাজ্যের পাটনায় গণধর্ষণের শিকার হলেন এক অন্তঃসত্ত্বা। ধর্ষণ করে রেললাইনের ওপর তাকে ফেলে চম্পট দিল অভিযুক্তরা। বরাতজোরে রক্ষা পেয়েছেন তিনি। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে নৈশভোজের পর বাড়ির সামনে হাঁটতে বেরিয়েছিলেন ওই মহিলা। সেই সময় পাড়ার দুই যুবক তাঁকে উত্যক্ত করছিল বলে অভিযোগ। এর পরই জোর করে তাঁকে তুলে নিয়ে যায় দুই যুবক। আরও এক বন্ধুকে ডেকে নেয় অভিযুক্তরা। এর পর একটি পরিত্যক্ত মাঠে নিয়ে গিয়ে তার উপর অকথ্য অত্যাচার চালায় তারা। শারীরিক নির্যাতনে জ্ঞান হারান ওই মহিলা। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মহিলার দেহটি পাটনা জংশনের রেল লাইনে ফেলে দিয়ে পালায় তারা।
তবে বরাতজোরে ট্রেন আসার আগেই জ্ঞান ফেরে তাঁর। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন জিআরপি কর্মীরা। তাঁকে উদ্ধার করে মহিলা ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেই ফাঁড়ির প্রধান কিশোরী সহচরী জানিয়েছেন, নির্যাতিতা গুরুত অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর গোপন জবানবন্দি ইতিমধ্যে রেকর্ড করেছে পুলিশ। আর তার ওপর ভিত্তি করেই তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। গ্রেফতারও করা হয়েছে দুই অভিযুক্ত অঙ্কিত ও বিশালকে। আরেক অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ।