জল্পনা ছিল আগেই। সত্যিই কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৪০ বছরের সম্পর্কে ইতি টানলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ নেতা লুইজ়িনহো ফালেইরো। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার কিছুক্ষণের মধ্যেই তিনি দল থেকে ইস্তফা দেন।
এদিন কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার কিছুক্ষণ আগেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া টক্কর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা টোটকাতেই বাংলায় তৃণমূলের জয় হয়েছে’। তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আরও বড় কংগ্রেস পরিবারের সদস্য হিসাবেই তিনি থাকবেন’।
নিজের বক্তব্যের সাফাই দিয়েও তিনি বলেন, ‘আমার সঙ্গে অনেকেরই দেখা হয়েছে, তারা বলেন আমি ৪০ বছর ধরে কংগ্রেসের সদস্য হয়েই থেকেছি। আগামীদিনেও আমি বৃহত্তর কংগ্রেস পরিবারের সদস্য হিসাবেই থাকব। কংগ্রেসের যে চারটি টুকরো হয়েছিল, তার মধ্যে একমাত্র মমতা বন্দ্য়োপাধ্যায়ই প্রধানমন্ত্রীকে কড়া টক্কর দিতে পেরেছেন। বাংলায় প্রধানমন্ত্রী ২০০টি সভা করেছিলেন, অমিত শাহ ২৫০টি সভা করেছিলেন, তারপর তো ইডি, সিবিআই ছিলই। এতকিছুর পরও বাংলায় মমতা ফর্মুলাই জয়ী হয়েছে’।
মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন লড়াকু যোদ্ধা হিসাবে অ্য়াখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমাদের এই ধরনের যোদ্ধা প্রয়োজন, যাদের মতার্দশ, নীতি ও আদর্শ এক। আমি চাই বিজেপির বিরুদ্ধে লড়তে কংগ্রেসের সমস্ত দল একজোট হোক’। এই মন্তব্যের কিছুক্ষণ পরই তিনি কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার কথা জানান’।