হাতে মাত্র ৪ দিন। দোরগোড়ায় উপনির্বাচনের ডঙ্কা বাজছে। ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়লাভ কামনা করে দুর্গাবাড়িতে পুজো দিয়ে যজ্ঞ করলেন আলিপুরদুয়ার টাউন ক্লাবের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়।
এদিন, পুজো দেওয়ার পর তিনি জানান, মূলত তৃণমূল সুপ্রিমোর জয়লাভ ছাড়াও দলের মঙ্গল কামনা করেও পুজো দিয়েছেন তিনি।এদিন, আলিপুরদুয়ারের দুর্গাবাড়ি মন্দিরে সকাল থেকেই ভিড় জমান তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। ভবানীপুর উপনির্বাচন উপলক্ষ্যে সস্ত্রীক সেখানে পুজো দিয়ে যজ্ঞও সারেন তৃণমূল সভাপতি।
পুজোপাঠ ও যজ্ঞ শেষে দীপ্তবাবু বলেন, ‘বিজেপি সারা ভারতবর্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বাংলা ভেঙে দুই টুকরো করার চেষ্টা করছে। দিদি যাতে নির্বাচনে জয়লাভ করেন তাই পুজো দিয়েছি। দিদি সুস্থ থাকলে বাংলাও সুস্থ থাকবে। চাই, দিদি ন্যায্য রায় পান’।