কেন্দ্রের তিন নয়া কৃষি আইন প্রত্যাহারের বিরুদ্ধে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। নেতৃত্বে সংযুক্ত কিষাণ মোর্চা। সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ধর্মঘট। দেশের বিভিন্ন জায়গায় কৃষকদের প্রতিবাদ বিক্ষোভ চলছে। স্তব্ধ যানচলাচল।
কৃষক সংগঠনের ডাকা এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বামেরাও। তবে ধর্মঘটে তেমন প্রভাব পড়েনি বাংলায়। কলকাতা এবং জেলাগুলিতে যান চলাচল আপাতত স্বাভাবিক। যাদবপুর, শ্যামনগরে রেল অবরোধ করলেও পুলিশ গিয়ে তা হঠিয়ে দেয়।
অন্যদিকে, পাঞ্জাব, হরিয়ানা থেকে দিল্লিগামী রাস্তা আটকেছেন শতাধিক কৃষক। আজ বিকেল ৪টে অবধি এই সীমানা বন্ধ রাখা হবে বলেই জানানো হয়েছে আন্দোলনকারী কৃষকদের তরফে। এদিকে উত্তরপ্রদেশের গাজীপুরেও বিপুল সংখ্যক কৃষক জয়ামেত করেছেন। তাই অশান্তির আশঙ্কায় সেখানে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে প্রশাসনের তরফে। কৃষকদের ডাকে ভারত বনধের প্রভাব পড়েছে দিল্লি-হরিয়ানা ছাড়া বাংলাতেও।
কৃষক নেতা রাকেশ টিকায়েতের দাবি, আন্দোলনকারীরা কোনও পথ আটকাননি। তিনি বলেন, ‘অ্যাম্বুলেন্স, ডাক্তার বা যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরা তাঁদের গন্তব্যে যেতে পারেন। আমরা কোনও কিছু সিল করিনি, আমরা শুধু একটি বার্তা পাঠাতে চাই।’