ছোট ছোট রাজ্য দখল করেই জাতীয়স্তরের রাজনীতিতে পা রাখতে চাইছে তৃণমূল। ত্রিপুরার পাশাপাশি তাদের লক্ষ্য গোয়া। জানা গেছে, সোমবারই তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের অন্যতম শক্তি লুইজ়িনহো ফালেইরো। আজ বিকেলেই তাঁর সাংবাদিক বৈঠক করার কথা। সেখানেই দল বদলের ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, লুইজ়িনহোর সাংবাদিক বৈঠকের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এরপরই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়। দলের সঙ্গে অনেকদিন ধরেই নাকি বনিবনা হচ্ছিল না প্রাক্তন মুখ্য়মন্ত্রীর। এ দিকে, গত সপ্তাহেই শুক্রবার গোয়ায় যান তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এবং সাংসদ প্রসূন বন্দ্যোপধ্যায়। তারা লুইজ়িনহোকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিয়েছেন, এমনটাই দাবি সূত্রের।
তৃণমূল প্রতিনিধিদের গোয়া সফরে যাওয়ার তিনদিন পরই কংগ্রেস নেতার আকস্মিক সাংবাদিক বৈঠকের ডাকেই দলবদলের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১৭টি আসন জিতেছিল। বিজেপি পেয়েছিল ১৪টি আসন। বেশি আসনে জয়ী হয়েও ক্ষমতা পায়নি কংগ্রেস, কারণ সে সময় দল বদলে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। ফলে ক্ষমতার মসনদে বসেছিল গেরুয়া শিবিরই। এবার সেই গোয়াকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। আর প্রথম শিকারই হতে পারেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
রবিবার ভবানীপুরের প্রচারসভা থেকেও দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, এ বার গোয়াতেও ফুটবে ঘাসফুল। সূত্রের খবর, গত এক মাসের বেশি সময় ধরে আইপ্যাকের প্রায় ২০০ জন কর্মী সমীক্ষার কাজ চালিয়েছেন গোয়ায়। প্রাথমিক সমীক্ষার পর একটি রিপোর্টও জমা দেওয়া হয়েছে বলেই সূত্রের দাবি।