এবছর পুজোর মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে রাজ্যে। দুর্গাপুজো, ইদের মতো উৎসব ছাড়াও সপ্তাহান্তের ছুটিও রয়েছে। উৎসবের মরসুমে সব মিলিয়ে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ঘোষিত তালিকা অনুযায়ী অক্টোবর মাসে সাত দিন ছুটি রয়েছে রাজ্যে। এ ছাড়া সপ্তাহ শেষের আরও সাত দিন ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা।
দেখে নেওয়া যাক, কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক :
২রা অক্টোবর- গান্ধী জয়ন্তী
৩রা অক্টোবর- রবিরার
৬ই অক্টোবর- মহালয়া
৯ই অক্টোবর- মাসের দ্বিতীয় শনিবার
১০ই অক্টোবর- রবিবার
১২ই অক্টোবর- সপ্তমী
১৩ই অক্টোবর- অষ্টমী
১৪ই অক্টোবর- নবমী
১৫ই অক্টোবর- দশমী
১৭ই অক্টোবর- রবিবার
২০শে অক্টোবর- লক্ষ্মীপুজো/ ইদ
২৩শে অক্টোবর- চতুর্থ শনিবার
২৪শৃ অক্টোবর- রবিবার
৩১শে অক্টোবর- রবিবার