রবিবার বিজেপির হয়ে প্রচার করতে ভবানীপুরে পা রাখলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। আর এখানে পা রেখেই বিপাকে পড়লেন তিনি। তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে ভোট চাইতে গেলে তাঁরা হেসে ওঠেন। আবার সাধারণ ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতেই একজন বাসিন্দা সরাসরি বিজেপিকে ভোট দেবেন না বলে জানিয়ে দেন। স্থানীয় সূত্রে খবর, আজ ভবানীপুরে প্রচারে গিয়ে ব্যক্তির হাতে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের লিফলেট দিতে যান সুভাষবাবু। তখনই ওই ব্যক্তি সরাসরি বিজেপির লিফলেট নিতে অস্বীকার করেন। একইসঙ্গে ওই ব্যক্তি জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন। আর তাঁকেই ভোট দেবেন। এরপরই বেকায়দায় পড়ে সেখান থেকে চলে যান সুভাষ সরকার।
প্রচারে এসে চমক দিতে গিয়ে নিজেই চমকে গিয়েছেন সুভাষবাবু। এমনই মত এলাকার বাসিন্দাদের। জানা গিয়েছে, লিফলেট নিতে রাজি না হওয়া ব্যক্তির নাম শ্যামল মল্লিক। তাঁর বয়স ৬৫ বছর। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বলরাম বসু সেকেন্ড লেনের বাসিন্দা। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। এখন তিনি অবসর জীবন কাটান। সংবাদমাধ্যমে শ্যামলবাবু বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন একনিষ্ঠ ভক্ত। তাই মমতাকেই ভোট দেব। সে কথাই আমি মন্ত্রীকে জানিয়ে দিয়েছি।”