প্রকাশ্য সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী বিপ্লব দেবের বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তিনি বলছেন, পুলিশ আইনের দ্বারা নয়, তাঁর কথাতেই চলে। বিপ্লব দেবের এই বক্তব্য সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেল এই বক্তব্যের প্রেক্ষিতে তীব্র কটাক্ষ করেন। তিনি লেখেন, “বিপ্লব দেব সমগ্র জাতির জন্য কলঙ্ক! তিনি বারবার গণতন্ত্রকে বিদ্রূপ করে মাননীয় বিচারবিভাগকে উপহাস করছেন। এসবকে এড়িয়ে যান। সুপ্রিম কোর্ট কি তাঁর এই ধরনের গুরুতর অসম্মানজনক মন্তব্যের প্রতি গুরুত্ব দেবে?”
বিজেপিশাসিত ত্রিপুরায় অপশাসন চলছে, এতদিন এই অভিযোগ করে এসেছেন বিরোধীরা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বক্তব্য যেন সেই অভিযোগকে আরও জোরদার করে তুলল। এক কর্মীসভায় তাঁকে বলতে দেখা যাচ্ছে, এ রাজ্যে পুলিশ আইনের দ্বারা নয়, আদালতের দ্বারা নয়, তাঁর দ্বারা পরিচালিত হয়। কারণ তিনি মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী অর্থাৎ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। এর বিরুদ্ধে সরব হয়েছেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকও।
সভায় বিপ্লব দেব তাঁর নেতাকর্মীদের আশ্বস্ত করছেন এই বলে যে, আদালত কাউকে ধরতে পারবে না। কারণ, তাঁকে ধরতে গেলে পুলিশের মাধ্যমে যেতে হবে। কিন্তু পুলিশকে তিনি নিয়ন্ত্রণ করেন। আইনের দ্বারা নয়, পুলিশ তাঁর কথাযতেই কাজ করে। কীভাবে পুলিশকে আইনের নয়, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পদাধিকারবলে নিয়ন্ত্রণ করা হচ্ছে? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সুবল ভৌমিক। তিনি জানান, ত্রিপুরায় একশোটি মামলার মধ্যে মাত্র ১৪ টিতে সাজা হয়। বাকিরা বেকসুর খালাস পেয়ে যান। কারণ, সেখানে পুলিশ কে কাজ করতে দেওয়া হয় না।