২০২০ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম ২০০ জনের মধ্যে জায়গা করে নিলেন বাংলার দুই ছাত্র-ছাত্রী। তাঁরা হলেন পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের রিকি আগরওয়াল এবং ময়ূরী মুখোপাধ্যায়। ৮৭ স্থানে রয়েছেন শিলিগুড়ির রিকি এবং ১৫৯ স্থানে ময়ূরী। উল্লেখ্য, সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের সাহায্য করার উদ্দেশ্যে ২০১৪ সালে ওই স্টাডি সেন্টার তৈরি হয়েছিল। ২০১৯-এ এই প্রতিষ্ঠানের ১২ জন ছাত্রছাত্রী ইউপিএসসিতে সুযোগ পেয়েছিলেন।
শুক্রবার প্রকাশিত ২০২০ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন বিহারের বাসিন্দা শুভম কুমার। আইআইটি বম্বে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বি টেক পাশ শুভম। দ্বিতীয় স্থানে রয়েছেন ভোপালের জাগৃতি অবস্থি। তিনিও ভোপাল থেকেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক পাশ করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা জৈন।
প্রসঙ্গত, এবারের পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে মেয়েদের সাফল্য চোখে পড়ল সকলেরই। তালিকায় প্রথম দশের মধ্যে ৫ জন ছাত্রী জায়গা পেয়েছেন। ২৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন ১২ জন ছাত্রী। ১৫ স্থানে আছেন রিয়া ডাবি। ২০১৫ সালে শীর্ষস্থান পাওয়া টিনা ডাবির ছোট বোন তিনি।
২০২০ সালের পরীক্ষায় মোট ৭৬১ জন প্রার্থীর নাম ফলাফলের ভিত্তিতে চাকরির জন্য প্রস্তাব করেছে ইউপিএসসি। যার মধ্যে ৫৪৫ জন পুরুষ এবং ২১৬ জন মহিলা রয়েছে। এছাড়াও প্রস্তাবিত প্রার্থীদের মধ্যে ২৫ জন বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীও রয়েছেন। এই পরীক্ষায় কোন প্রার্থী কত নম্বর পেয়েছেন, তা আগামী ১৫ দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইউপিএসসি।