ভোট প্রচারে বেরিয়ে রাজ্যবাসীকে ‘দুয়ারে রেশন’ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই নির্বাচনী প্রতিশ্রুতি ইতিমধ্যেই পূরণের পথে। এই পরিস্থিতিতে দুয়ারে রেশনের ‘পাইলট প্রজেক্ট’ বা পরীক্ষামূলক প্রকল্পের কাজ কোনও ভাবেই পিছনো সম্ভব নয়। সাফ জানিয়ে দিল খাদ্য দফতর।
বৃহস্পতিবার রেশন ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন-এর পক্ষ থেকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে খাদ্যমন্ত্রীর কাছে রাজ্যের রেশন ডিলাররা অনুরোধ করেছেন, দুয়ারে রেশন পরীক্ষামূলক প্রকল্পের কাজ অক্টোবর মাসের বদলে নভেম্বর মাস থেকে শুরু করতে। কারণ অক্টোবর মাস জুড়ে রাজ্যে উৎসবের মরসুম। রেশন ডিলার-সহ উপভোক্তারাও থাকেন উৎসবের মেজাজে। সঙ্গে সরকারি ভাবে ওই মাসে কর্মদিবসের সংখ্যা থাকে ১৯। তাই রেশন ডিলাররা আগামী নভেম্বর মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু করার আবেদন জানিয়েছিলেন।
দুয়ারে রেশনের পরীক্ষামূলক প্রকল্পের কাজ কোনও ভাবেই স্থগিত রাখা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রী। গত ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে রাজ্য জুড়ে দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু করেছে খাদ্য দফতর। তাই খাদ্য দফতর মনে করছে, মাত্র ১৫ দিন এই প্রকল্পের কাজের পর এক মাস তা বন্ধ রাখা সম্ভব নয়। কারণ নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের কাজ। তাই এক মাসেই প্রকল্পের কাজ বন্ধ রাখলে, আগামী নভেম্বর মাসে কোনও ভাবেই শুরু করা যাবে না দুয়ারে রেশন।
খাদ্য দফতরের এক কর্তার কথায়, ‘যে প্রকল্পের কাজ এক বার শুরু হয়ে যায়, তা মাঝপথে বন্ধ করা যায় না। যদি না কোনও বড়সড় বিপত্তির সম্মুখীন হয় সরকার। এ ক্ষেত্রে মাত্র ১৫ দিন প্রকল্পের কাজ চালিয়ে অক্টোবর মাস থেকে তা বন্ধ করে দিলে, রাজ্যবাসীর কাছে ভুল বার্তা পৌঁছবে। তাই রেশন ডিলারের দাবি মানা সম্ভব নয়।’ খাদ্যমন্ত্রীও বলেন, ‘এটা ঠিক যে অক্টোবর মাস জুড়ে রাজ্যে উৎসবের মরসুম। তাই উৎসবের দিনগুলিতে প্রকল্পের কাজ বন্ধ থাকবে। কিন্তু এক মাস প্রকল্পের কাজ বন্ধ রাখা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা জানিয়ে দিয়েছি অক্টোবর মাসে ১৫ দিনের জন্য চালু থাকবে দুয়ারে রেশনের পাইলট প্রকল্পের কাজ। আর নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী সবুজ সঙ্কেত দিলেই রাজ্য জুড়ে মূল প্রকল্পের রাজ পুরোদমে চালু হয়ে যাবে।’