চলে গেলেন বিখ্যাত নারীবাদী লেখিকা কমলা ভাসিন। ভারতীয় নারী আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন শুক্রবার। আজ, শনিবার ভোর রাতে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৭৫ বছর জীবনে ভারতীয় নারী আন্দোলনকে অন্যমাত্রায় নিয়ে যান তিনি। সত্তরের দশক থেকেই নারী আন্দোলন নিয়ে সোচ্চার হন কমলা ভাসিন। ২০০২ সালে তিনি সঙ্গত নামক একটি ফেমিনিস্ট নেটওয়ার্ক তৈরি করেন।
কমলা ভাসিন একাধারে ছিলেন লেখিকাও। ‘কিউ কি ম্যায় লেডকি হু, মুঝে পড়না হ্যায়’- এর মত বিখ্যাত বই তাঁর কলমে উঠে এসেছে। এক বিলিয়ন মহিলার উত্থানের পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।
তাঁর মৃত্যুর খবর টুইট করে অবগত করেন তাঁর ভক্ত কবিতা শ্রীবাস্তব। টুইটে তিনি লেখেন, আমাদের প্রিয় বন্ধু কমলা ভাসিন ২৫ সেপ্টেম্বর ভোর তিনটের সময় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ভারতীয় নারী আন্দোলনের ক্ষেত্রে, তথা গোটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেই এটা একটা বিরাট ধাক্কা।