এবার বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে জায়গা করে নিল বাংলার শিক্ষা প্রতিষ্ঠান। পড়াশোনা শেষে চাকরি পাওয়ার নিরিখে আন্তর্জাতিক স্বীকৃতি পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার ‘কিউএস এমপ্লয়বিলিটি ২০২২’ তালিকা প্রকাশিত হয়েছে। বিভিন্ন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামী বছরের মধ্যে চাকরি পাবেন এমন পড়ুয়াদের নিয়ে তালিকা তৈরি হয়েছে। ক্যাম্পাস ইন্টারভিউ থেকে পাওয়া চাকরির নিরিখে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে জায়গা পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ও। বিশ্বতালিকায় কলকাতার স্থান ৫০১।
উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের তালিকায় শুধুমাত্র রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে প্রথম স্থান অধিকার করে কলকাতা। এবার সেই খ্যাতির মুকুটে আরও একটি পালক যোগ হল। ‘কিউএস এমপ্লয়বিলিটি ২০২২’-এর ভারতীয় তালিকা অনুযায়ী প্রথম হয়েছে আইআইটি বম্বে, দ্বিতীয় আইআইটি দিল্লী, তৃতীয় আইআইটি মাদ্রাজ, চতুর্থ দিল্লী বিশ্ববিদ্যালয়, পঞ্চম আইআইটি খড়গপুর, ষষ্ঠ মুম্বই বিশ্ববিদ্যালয়, সপ্তম বিআইটিএস পিলানি, অষ্টম আইআইটি কানপুর, নবম আইআইএসসি বেঙ্গালুরু, দশম সোনপেটের ওপি জিন্দল গ্লোবাল বিশ্ববিদ্যালয়, একাদশ আইআইটি রুরকি এবং দ্বাদশ স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়।