আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন। আর তাতে তৃণমূলের তরফে প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ভোটযুদ্ধে তাঁর মূল সেনাপতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার একই মঞ্চ থেকে প্রচার সারবেন দুজনে। রবিবার, ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের আগে যৌথ সভা করবেন মমতা-অভিষেক। দলীয় সূত্রে খবর এমনই। আর তৃণমূল সুপ্রিমো ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতো হেভিওয়েট দু’জনের প্রচার সভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে ভবানীপুরের পদ্মপুকুরে।
প্রথমে কথা ছিল, ২৬ তারিখ অর্থাৎ রবিবার ৭০ নং ওয়ার্ড এলাকার পদ্মপুকুরের গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের প্রচারসভা করবেন অভিষেক। ৭০ নং ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ, দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সেইমতো প্রস্তুতি চলছিল। তবে শনিবার ঠিক হয়, অভিষেকের সঙ্গে ওই সভায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। সেই সভায় যোগ দিয়ে তবেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে সভা করবেন। উল্লেখ্য, প্রতিটি নির্বাচনের আগে নিজের পাড়ার মোড় অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে বরাবর সভা করে আসছেন মমতা। এই সভা করেই প্রচার শেষ করবেন তৃণমূল সুপ্রিমো। ভবানীপুরে একুশের উপনির্বাচনের আগেও তার ব্যতিক্রম হচ্ছে না। ওই মোড়ে জনসংযোগ করেই তিনি প্রচারে ইতি টানতে পারেন।