মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্র। বিদেশ মন্ত্রকের তরফে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে, রোম থেকে যে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে অংশ নেওয়া সামঞ্জস্যপূর্ণ নয়। এ প্রসঙ্গে এবার কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আসলে হিংসে রয়েছে। আমাকে ঈর্ষার জন্যই যেতে দিল না।’ ভবানীপুরের উপ নির্বাচন উপলক্ষ্যে শনিবার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রোম সফর বাতিল প্রসঙ্গে বলেন, ‘কেন যেতে দেওয়া হল না আমাকে? আমাকে যেতে না দিয়ে বেআইনি কাজ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের সম্মান জড়িত ছিল এই সফরের সঙ্গে। অনেক বিশিষ্টজনেদের সঙ্গে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল শান্তি সম্মেলনে। ইতালি থেকে বিশেষ অনুমোদনও পাওয়া গিয়েছিল। তা সত্ত্বেও অনুমোদন দিল না কেন্দ্র।’
রোম সফর বাতিল প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেন মমতা। বক্তব্যের মধ্যেই মমতা বলেন, ‘এখনও পর্যন্ত ভারতের কোভ্যাক্সিনকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর মার্কিন সফরে কোনও সমস্যা হল না। কোভ্যাকসিন নিয়ে কেউ যদি কোথাও না যেতে পারে, তাহলে বিশেষ অনুমতি নিয়ে কী ভাবে প্রধানমন্ত্রী মার্কিন সফরে গেলেন? কত ছাত্রছাত্রী, শিল্পপতিরা যেতে পারেননি কাজের জন্য। দেশের প্রয়োজনে জরুরি অনুমোদন মিলেছে। প্রধানমন্ত্রী যেতেই পারেন। গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু, আমাকেও তো বিশেষ অনুমোদন দিয়েছিল ইতালি। এর সঙ্গে দেশের সম্মান জড়িত ছিল। আমি যেখানেই যাব সেখানেই বাধা। আর আপনাদের লোক খালি এদিক-ওদিক ঘুরে বেড়াবে। তখন তো কেউ কিছু বলে না।’
এছাড়া এদিন গেরুয়া শিবিরের হিন্দুত্ববাদ নিয়ে কটাক্ষ করে মমতা বলেন, ‘যেই শান্তির কথা উঠল ওমনি আমার যাওয়া বন্ধ করে দিল। আমি ঘুরতে যাচ্ছিলাম না বিদেশে। আমার অতো আগ্রহ নেই। কিন্তু, রোমে গেলে তা দেশের জন্য গর্বের হত। হিন্দু ধর্মের জন্য যদি এত উদারতা তাহলে আমি একজন হিন্দু মহিলা, আমাকেই বারবার আটকে দেওয়া হয় কেন?’