কোভিডের দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত। তবে পুরোদনে তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়া সময়ের অপেক্ষা মাত্র। তাই পুজোর সময় যাতে রাস্তায় মানুষের ঢল না নামে, এবং প্রশাসন যাতে তা নিশ্চিত করে এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী অজয় কুমার দে বৃহস্পতিবারই হাইকোর্টে পিটিশন ফাইল করেছেন। তাঁর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা আদালতে আবেদন করেছি, যাতে গতবারের বিধি এবারও কার্যকর করা হয়। কারণ, অক্টোবরেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে।’ দু’একদিনের মধ্যেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গতবারও আদালতে এ নিয়ে জনস্বার্থ মামলা উঠলে কোভিড বিধি নিয়ে কড়া নির্দেশিকা দিয়েছিল হাইকোর্ট। মণ্ডপের ভিতর দর্শণার্থীদের প্রবেশ একেবারে না করে দিয়েছিল হাইকোর্ট। সেইসঙ্গে মণ্ডপের ভিতরে উদ্যোক্তাদের কতজন একসঙ্গে থাকতে পারবেন তাও বলে দিয়েছিল আদালত। আরও একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছিল স্বাস্থ্যবিধির ক্ষেত্রে। এবং পুলিশকে বলা দেওয়া হয়েছিল, কড়া ভাবে এই নির্দেশ পালন করতে হবে। এবারও যাতে সেই নির্দেশিকা বহাল রাখে হাইকোর্ট সেই আবেদন জানিয়েই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।