আজ ভবানীপুরের প্রচারে জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের বাকি ৮ দিন। আগামী ৫ দিন মিলবে প্রচারের সুযোগ। আর এই ৫ দিন জুড়েই প্রচারে ঝড় তুলতে চায় তৃণমূল কংগ্রেস। জনসংযোগের জন্যে আজ থেকে ২৬ তারিখ অবধি ছোট ছোট সভায় হাজির থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ভবানীপুরে প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এছাড়া ঘরে ঘরে যাবেন ফিরহাদ, পার্থ, সুব্রত সহ অনেকেই৷ আসল লক্ষ্য মার্জিন বাড়ানো। ২০২৪ এর আগে ভবানীপুর যা মিনি ইন্ডিয়া তার সামনে দলের অবস্থান স্পষ্ট করা। গত কাল ২১ তারিখ মমতা বন্দোপাধ্যায় প্রচারে থাকার কথা ছিল একবালপুরের ইব্রাহিম রোডে। আজ ২২ তারিখ তার প্রচার করার কথা ছিল চেতলার অহীন্দ্র মঞ্চে। কলকাতায় আবহাওয়া খারাপ থাকায় গতকাল প্রচার সেরে উঠতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রচারই আজ করবেন। একই সঙ্গে পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি হাজির থাকবেন চেতলার প্রচার সভাতেও।
আগামীকাল ২৩ তারিখ থেকে প্রচার করবেন চক্রবেড়িয়া নর্থ ও পদ্মপুকুর রোডের সংযোগস্থলে, ২৫ তারিখ তিনি সভা করবেন কলিন লেন ও শেক্সপিয়ার সরণি থানার সামনে। ২৬ তারিখ তিনি প্রচার শেষ করবেন নিজের পাড়ায় হরিশ মুখার্জি রোডে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে কোভিড পরিস্থিতিতে মিছিল বা রোড শো করা যাবে না। তাই ছোট ছোট সভা থেকেই জনসংযোগ সেরে নেবেন মমতা বন্দোপাধ্যায়। প্রচারে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচি ও মুর্শিদাবাদের প্রচার সেরে অভিষেক হাজির থাকবেন ভবানীপুরে। সপ্তাহের শেষ লগ্নে তিনিও হাজির থাকবেন প্রচারে৷ এছাড়া বাকি নেতা যাদের দায়িত্ব দেওয়া আছে তাঁরাও প্রচার করবেন বাড়ি, বাড়ি গিয়ে।